বাংলাদেশের আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমকে সামনে রেখে চলছে আনুষ্ঠানিক দলবদল। আনুষ্ঠানিক দলবদলের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের পরিকল্পনা ও বাজেটের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ ফুটবলারদের দলে নিয়ে স্কোয়াডের শক্তি বাড়ানোর চেষ্টা করছে ক্লাবগুলো। যার থেকে ব্যাতিক্রম নয় বাংলাদেশ পুলিশ এফসিও। এইতো কদিন আগেই আসছে মৌসুমের জন্য নিজেদের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে নিকারাগুয়া অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার ফ্রেডম্যান কির্কলানকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় ক্লাবটি। তবে অভ্যন্তরীণ কিছু সমস্যায় বাংলাদেশে আসছেন না তিনি। তার পরিবর্তে ২৬ বছর বয়সী প্যালাসিওসকে দলে ভিড়িয়েছে পুলিশ। কলম্বিয়ান এই ফুটবলার মূলত সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। এছাড়া রাইট মিডফিল্ড এবং লেফট মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন প্যালাসিওস। এর আগে কলম্বিয়ার ১ম স্তর, দ্বিতীয় স্তর এবং কোপা কলম্বিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

মাতেও পালাসিওস

এর পাশাপাশি পঞ্চম বিদেশি ফুটবলার হিসেবে ডিফেন্ডার বেহনাম হাবিবিকে দলে যুক্ত করেছে পুলিশ এফসি। ৩৩ বছর বয়সী এই ইরানিয়ান সেন্টার ব্যাক এর আগে ইরানের ২য় স্তর, থাইল্যান্ডের ২য় স্তর, নর্দার্ন সাইপ্রাসের ২য় স্তর এবং তুর্কির ৩য় স্তরে খেলেছেন। একনজরে আসছে মৌসুমের জন্য পুলিশ এফসির হয়ে দলভুক্ত হওয়া ৫ বিদেশি ফুটবলারঃ

১. অ্যাডওয়ার্ড মরিলো (ভেনেজুয়েলা)
২. হোসে হার্নান্দেজ (পানামা)
৩. আলমাজবেক মালিকভ (কিরগিজস্তান)
৪. মাতেও প্যালাসিওস (কলম্বিয়া)
৫. বেহনাম হাবিবি (ইরান)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here