‘বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লীগ ২০২২-২৩’ এর পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে কুমিল্লা ইউনাইটেড ক্লাব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারিপাড়া একাদশের মুখোমুখি হয় কুমিল্লা ইউনাইটেড ক্লাব। ম্যাচে কাচারিপাড়াকে ৩-০ হারায় কুমিল্লা।
ম্যাচের ৩৮ মিনিটে রিমার গোলে ম্যাচে লিড পেয়ে যায় কুমিল্লা ইউনাইটেড। ৬৫ মিনিটে রাউজার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় কুমিল্লা ইউনাইটেড। পরবর্তীতে কুমিল্লার হয়ে ৮৫ তম মিনিটে শেষ গোলটি করেন মাচুই মারমা। কুমিল্লার তিন গোলের বিপরীতে ম্যাচের নির্ধারিত সময়ে জামালপুর কাচারিপাড়া একাদশ এক গোলও শোধ করতে না পারলে শেষপর্যন্ত ৩-০ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।
দিনের অন্য আরেক ম্যাচে একই ভেন্যুতে মাঠে নামে এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং নাসরিন স্পোর্টস একাডেমি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধের ২৯ মিনিটে সিমির গোলে এগিয়ে ছিলো নাসরিন স্পোর্টস একাডেমি, তবে ৮৩ মিনিটের মাথায় এফসি ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড় সাগরিকার গোলে ম্যাচে সমতায় আসে। ম্যাচের শেষে এই ফলাফল বজায় থাকলে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।