এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের তায়েফ শহরে অনুশীলন ক্যাম্প করে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। প্রায় ১৩ দিনের ক্যাম্প শেষে আজ দেশে ফিরছে জামাল-রাকিবরা।

সৌদি আরবের তায়েফে অনুশীলনের সঙ্গে প্রায় ৩টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু মাত্র ১টি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব আল ওয়েদাত। বাফুফের পক্ষ থেকে ম্যাচের ফলাফল প্রকাশ না করলেও বলা হয়েছে বাংলাদেশ ইতিবাচক পারফরম্যান্স করেছে। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এছাড়া আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বাতিল হয়। তাই অনুশীলনেই সীমাবদ্ধ ছিল এবারের সৌদি সফর।

বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা অবশ্য সৌদি ক্যাম্পকে ইতিবাচকভাবে দেখছেন। তায়েফ ছাড়ার আগে তিনি বলেন, “খুবই ইতিবাচক ক্যাম্প ছিল। এখানে প্রায় দুই সপ্তাহ শীর্ষ সুযোগ সুবিধায় অনুশীলন করেছি। সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তাকে আমরা খুবই সাধুবাদ জানাই। এখানে আমরা দারুন প্রস্তুতি নিয়েছি। এরপর আমরা ঢাকায় এবং শেষ সপ্তাহে ভারতে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেব।”

বাংলাদেশ দলের কানাডা প্রবাসী কাজেম শাহর কাছেও সৌদি আরবের ক্যাম্প বেশ গুরুত্বপূর্ণ ছিল। দলের সবার মধ্যে সমন্বয় তৈরি করতে এই ক্যাম্প গুরুত্বপূর্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দলের জন্য এই ক্যাম্প খুব উপকারী হয়েছে। একটি বড় ম্যাচ খেলার আগে এমন ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে ১২ দিনের (১৩ দিন) ক্যাম্পে আমাদের সবার মধ্যে একতা বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা সবাই অবগত।”

এদিকে ভারত ম্যাচের জন্য ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ দলও আজ রাতেই সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে। আগামীকাল (মঙ্গলবার) সকালে দেশে পৌঁছাবেন জামাল ভূঁইয়ারা। এরপর ১৯ তারিখ হামজা চৌধুরীর সঙ্গে দলের সব সদস্যদের আনুষ্ঠানিক ফটোশ্যুট অনুষ্ঠিত হবে। সেদিনই পুরো দল নিয়ে অনুশীলন বা জিম সেশন করাবেন হাভিয়ের ক্যাবরেরা।

Previous articleবাংলাদেশে পৌঁছালেন হামজা; ভারতকে হারানোর প্রত্যাশা!
Next articleসকালে দেশে ফিরছে বাংলাদেশ দল; হামজার কাঁধে উঠতে চান আল আমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here