মার্চের শেষ সপ্তাহে তিন জাতি ফুটবল সিরিজ খেলবে বাংলাদেশ ফুটবল দল। উক্ত সিরিজের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি দল ঘোষণা করেছেন।

২৭ সদস্যের দলে রয়েছে নতুন তিন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিজ এফসি’র মিডফিল্ডার মজিবুর রহমান জনি, ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ৷ দলো রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেও।

বাংলাদেশ দল:

আনিসুর রহমান, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা (আবাহনী), ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here