অপেক্ষার প্রহর যেনো আরেকটু বেড়ে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। আজকের দিনে প্রথম ম্যাচে অবনমিত দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে ধানমন্ডি। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় দুই দলকেই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। অপর দিকে ড্র হয়েছে রহমতগঞ্জ – মুক্তিযোদ্ধা ম্যাচটিও।

আজকের ম্যাচে জয় পেলে রানার্সআপ মিশনে অনেকটা সফল হয়ে যেতো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু জয়ের ভাগ্য সহায় হয় নি ধানমন্ডি ক্লাবের। তুলনামূলক সহজ দল পেয়েও ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারে নি শেখ জামাল।

এই ড্রয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। টেবিলের তৃতীয়তে থাকা ঢাকা আবাহনীর থেকে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো তিন। অন্যদিকে রেলিগেশনে থাকা ব্রাদার্স ইউনিয়ন ২২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আগের সেই ১২ তম স্থানে রয়েছে।

এইদিকে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয় রহমতগঞ্জ এবং মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচটিও গোলশূন্য ড্র হয়। পুরো ম্যাচ জুড়ে দুই দলই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দেয়। কিন্তু ফিনিশিং ব্যর্থতা যেনো দুইদলকে ঝেঁকে বসেছিলো।

ড্রয়ের ফলে ২২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবমে আছে রহমতগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের চেয়ে একধাপ পিছিয়ে আছে মুক্তিযোদ্ধা সংসদ।

Previous articleড্র করে সম্ভাবনা কঠিন করলো বসুন্ধরা কিংস
Next articleসাফের সূচী পরিবর্তন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here