বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের প্রথম অংশ শেষ হয়েছে। এবার নিজেদের দুর্বলতা কাটাতে নতুন ফুটবলার দলে যুক্ত করার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। কারণ আজ ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হচ্ছে মধ্যবর্তী দলবদল। তবে এবার দলবদলের মধ্যেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের প্রথম দুই রাউন্ড! একইসঙ্গে দ্বিতীয় লেগে শীর্ষ ক্লাবগুলো নতুন বিদেশি ফুটবলার দলে যুক্ত করতে যাচ্ছে।
লিগের প্রথম লেগ শেষে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪। তবে মোহামেডানের ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বয়টেং ইনজুরিতে পড়েছেন। লিগের দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম। তাই যার জায়গায় একজন স্প্যানিশ ফরোয়ার্ড দলে ভেড়াতে পারে ক্লাবটি। ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্য একটি সূত্র বলছে খেলোয়াড়টি ভেনিজুয়েলার।
এদিকে এবারের মৌসুমে বিদেশি ছাড়াই খেলছে ঢাকা আবাহনী। তারপরও লিগে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাই এবার নিজেদের অবস্থানের উন্নতি করতে দলে বিদেশি ফুটবলার যুক্ত করতে যাচ্ছে ক্লাবটি। জানা গিয়েছে পুরোনো দুই ব্রাজিলিয়ান ফুটবলারকে আবারো ফেরাচ্ছে আবাহনী। তাদের সঙ্গে আসার কথা আরো একজন। অর্থাৎ দ্বিতীয় লেগে ৩ জন বিদেশি ফুটবলার দেখা যেতে পারে আকাশী-নীলদের ডেরায়। তৃতীয় বিদেশি হতে পারেন কোচ মারুফুল হকের পছন্দের বিপিএলে খেলে যাওয়া কোন এক নাইজেরিয়ান।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারের লিগে চেনা ছন্দে নেই। লিগে তারা রয়েছে তৃতীয় স্থানে। এবারের মৌসুমে দলে নেওয়া ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা ইনজুরিতে খুব একটা মাঠেই নামতে পারেননি। তাই তাকে ছেড়ে দিয়েছে কিংস। তার জায়গায় একজন লাতিন স্ট্রাইকার দেখা যেতে পারে কিংসের ডেরায়। একইসঙ্গে রক্ষনেও নতুন বিদেশি আসতে পারে। ব্রাজিলিয়ান এক ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে কিংস ম্যানেজমেন্টের।
মধ্যবর্তী দলবদলের জন্য ক্লাবগুলো দুইবার খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে পারবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে একবার এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দলবদল করতে হবে। খেলোয়াড়রা যেন মাসখানেক বসে না থেকে খেলার মধ্যে থাকে, সেজন্যই মধ্যবর্তী দলবদল চলার মাঝেই লিগের দুই রাউন্ড খেলা হবে। ১৬ ফেব্রুয়ারি থেকে যা শুরু হবে।