নতুন ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। এরপর হবে ফেডারেশন কাপ। সবশেষে ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে লিগ শুরু করতে চায় বাফুফে। এছাড়াও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির আওতাধীন ১ম, ২য় ও ৩য় বিভাগ ফুটবল লিগের দলসমূহের মধ্যে ৩টি লিগের পরিবর্তে ২টি লিগ আয়োজন করা হবে।

নতুন আঙ্গিকে হবে আগামী মৌসুমের স্বাধীনতা কাপ। মূলত স্বাধীনতা কাপ দিয়ে নতুন আরেকটি মৌসুমের দিকে পদযাত্রা করবে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি।

মৌসুমের সূচির ভিন্নতার পাশাপাশি আগামী স্বাধীনতা কাপেও দেখা যাবে পরিবর্তন। প্রিমিয়ার লীগের দলগুলোর পাশাপাশি কিছু দলকে বাছাইপর্ব অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে। বাছাইপর্ব শেষে দুটি বা তিনটি দলকে মূল পর্বে নিয়ে আসা হবে। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই নতুন সংযোজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here