দুইবার পিছিয়ে পড়েও মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। ভিসা সংক্রান্ত জটিলতায় ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুতে পৌঁছে কোনরকম অনুশীলন ছাড়াই ম্যাচ খেলতে নামে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এছাড়া নিষেধাজ্ঞা থাকায় তপু বর্মন, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনদের মত স্কোয়াডের নিয়মিত সদস্যদের ছাড়াই মাঠে নামে অস্কার ব্রুজন বাহিনী। তারপরও ডরিয়েলটন গোমেজ ও রবসন রবিনহোর গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস।
ভারত থেকে পয়েন্ট নিয়ে ফিরলেও পুরোপুরি সন্তুষ্ট নন কিংস কোচ অস্কার ব্রুজন। ভাগ্যের ফেরে জয় হাতছাড়া হয়েছে উল্লেখ করে অস্কার বলেছেন, ‘সত্যি বলতে পুরোপুরি সন্তুষ্ট নই আমি। প্রতিপক্ষের চেয়ে আমরা বেশি পয়েন্টের দাবিদার ছিলাম। আমরা অনেক বেশি সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধে আমরা দারুণ ছিলাম।’
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে মোহনবাগান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। আগামী ৭ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। ওই ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ঘরের মাঠের ম্যাচকে তাই ফাইনাল হিসেবে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বসুন্ধরা কিংস কোচের, ‘ঘরের মাঠে তাদের হারিয়ে শীর্ষস্থানে যেতে চাই। সত্যি বলতে, পরের ম্যাচ আমাদের জন্য ফাইনাল। আমরা পরিকল্পনা অনুযায়ী আগাব। আমাদের ছোট ছোট ভুল থেকে দূরে থাকতে হবে। কিছু ব্যাপারে আরো উন্নতি করতে হবে। সেই সঙ্গে গোলের সংখ্যা বাড়াতে হবে, কারণ আমরা অনেক সুযোগ তৈরি করছি।’