নারীর ক্ষমতায়নে ফুটবলের ভূমিকা তুলে ধরতে এবং সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সুবিধাবঞ্চিত ৪৫ নারী ফুটবলার এই কর্মশালায় অংশ নিয়েছেন। কর্মশালাটি বাফুফের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত।

চার দিনব্যাপী এই আবাসিক ক্যাম্প পরিচালনায় থাকবেন ৩ জন অভিজ্ঞ প্রশিক্ষক। কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য শিশুদের সেফগার্ডিং এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থানীয় প্রশিক্ষকদের জন্য একদিনের বিশেষ কর্মশালার ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মশালার সমাপনী দিন ৪৫ জন নারী ফুটবলার একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন। ম্যাচ শেষে বাছাইকৃত ১২ জন খেলোয়াড়কে দেওয়া হবে এক বছরের শিক্ষা বৃত্তি। এছাড়া, কর্মশালায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের শিক্ষা উপকরণ প্রদান করবে বাফুফে।

বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সামাজিক দায়বদ্ধতা ইউনিটের প্রধান নেইল স্টা মারিয়া।

এই কর্মসূচি পার্বত্য অঞ্চলে নারীদের ক্ষমতায়ন এবং তাদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Previous articleআরব আমিরাতের বিপক্ষে সাবিনাদের ম্যাচের সময় চূড়ান্ত
Next articleওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করলো বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here