বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। উঠতি খেলোয়াড়দের শীর্ষ পর্যায়ের ফুটবলে উঠে আসার ক্ষেত্রে এই আসরের ভূমিকা অসীম। দেশের ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ শুরুর কথা ছিল আসছে ৪ মার্চ। তবে অংশগ্রহণকারী ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে সেটা পিছিয়ে যাচ্ছে।
মূলত প্রস্তুতির সুবিধার্থে ক্লাবগুলোর পক্ষ থেকে খেলা পেছানোর আবেদন করা হয়। যা আমলে নিয়েছে ইমরুল হাসানের নেতৃত্বাধীন পেশাদার লিগ কমিটি। তাই ৫ দিন পিছিয়ে আসছে ৯ মার্চ থেকে শুরু হবে এবারের বিসিএল। ফেডারেশন থেকে ক্লাবগুলোকে বল প্রদান ও পৃষ্ঠপোষক থেকে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
এবারের বিসিএলে অংশ নেবে ৯টি দল। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে সরে দাড়িয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। ফলে ১০ দল নিয়ে হবে এবারের বিসিএল। লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিসিএলের শীর্ষ দুই দল আগামী মৌসুমে বিপিএলে উঠে আসবে। আর তলানির দুই দল অবনমিত হয়ে নেমে যাবে পরবর্তী স্তরে। তবে বাফুফে এলিট একাডেমির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের কোনো উত্তরণ এবং অবনমন নেই।
এবারের বিসিএল আয়োজিত হবে তিন ভেন্যুতে – গাজীপুর স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠ ও ফর্টিস এফসির অনুশীলন মাঠে।