বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল)- এ আজকের দিনে জয় পেয়েছে পিডাব্লিউডি স্পোর্টস এবং বিআরটিসি স্পোর্টস ক্লাব। তবে ড্র হয়েছে লিটল ফ্রেন্ডস ক্লাব এবং সিটি ক্লাবের মধ্যকার ম্যাচটি।

আজ বিসিএলে মুখোমুখি হয়েছিলো পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ও ঢাকা রেঞ্জার্স ক্লাব। ম্যাচে ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করেছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। ১৭ মিনিটের মাথায় আশিকুর রহমানের গোলে এগিয়ে যায় পিডাব্লিউডি। ম্যাচে বাকি দুইটি গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। গোল দুইটি করেন রুমন হোসেন এবং আকিকুল ইসলাম।

দিনের অন্য আরেক ম্যাচে জয় পেয়েছে বিআরটিসি স্পোর্টস ক্লাব। বিআরটিসি স্পোর্টস ক্লাবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে উত্তর বারিধারা ক্লাব। বিআরটিসি স্পোর্টস ক্লাবের হয়ে গোল করেছেন আশরাফুল হক ও আল-আমিন। অন্যদিকে উত্তর বারিধারা ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেছেন ফয়সাল আহমেদ। দিনের অপর ম্যাচে লিটল ফ্রেন্ডস ক্লাব ও সিটি ক্লাবের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

Previous articleভুটানের লিগে যাচ্ছেন আরো চার নারী ফুটবলার
Next articleমুখ খুললেন ফাহামিদুল, স্বপ্ন এখনো বেঁচে আছে 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here