বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন। তবে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে আকস্মিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে, যা ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ দল সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করেছে এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। কিন্তু ঢাকায় ফেরার পর ক্যাবরেরা ২৮ জন ফুটবলার নিয়ে ফিরলেও ফাহমিদুলকে রাখা হয়নি। সৌদি আরব থেকে সরাসরি ইতালির বিমান ধরেছেন তিনি। কোচের এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিতে পারেননি সমর্থকরা।
ফাহমিদুলের দল থেকে বাদ পড়ার খবরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার ইফতারের আগে ক্ষুব্ধ সমর্থকরা বাফুফে ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ‘ফাহমিদুল, ফাহমিদুল’ স্লোগান দেন এবং বাংলাদেশের ফুটবলকে সিন্ডিকেটমুক্ত করার দাবি জানান। কোচ ক্যাবরেরা ও তার সহকারীদেরও কড়া ভাষায় সমালোচনা করেন তারা। বিক্ষোভ চলাকালীন সময় সমর্থকরা সেখানেই ইফতার করেন এবং পরে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যাওয়ার কর্মসূচি নেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও কিছু সময়ের জন্য অবস্থান নেন তারা।
অন্যদিকে, প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া লিস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী মঙ্গলবার রাতে দলের টিম হোটেলে রিপোর্ট করবেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ দল আগামী ২০ মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা হবে। তার আগে আগামীকাল (বুধবার) চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচের ফল বাংলাদেশের এশিয়ান কাপে খেলার সম্ভাবনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।