প্রায় কয়েকবছর ধরে খেলার মাঠ দখল হয়ে আসছে। এতে করে শিশু কিশোরদের জন্য খেলার মাঠের অপ্রতুলতা দেখা দিয়েছে। ফলে তারা খেলাধুলা এবং শরীর চর্চা বাদ দিয়ে মোবাইলের প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়েছে। এই কথা চিন্তা করে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের ‘ফুটবল ফর হেলথের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য বাফুফে ভবনে পাশে টার্ফের ব্যবস্থা করেছে।
খুব অল্প কয়েকদিন হলো বাফুফে এমন উদ্যোগ নিয়েছে। কিন্তু ব্যবধান অল্প কয়েকদিনের হলেও এই স্বল্প সময়ে বাফুফের এমন উদ্যোগ জনপ্রিয়তা লাভ করেছে বহুলাংশে। তাই ঢাকার পর ঢাকার মতো করে চট্টগ্রাম, সিলেট ও খুলনাতেও ‘ফুটবল ফর হেলথ’ নামে একই উদ্যোগ নিতে যাচ্ছে বাফুফে। আজ ১৬ ই জুলাই বাফুফের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী আগষ্ট থেকে উক্ত তিন জায়গায় এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাফুফে। এই সকল একাডেমিতে বয়স ভেদে সর্বমোট ৪৫ জন শিশু-কিশোর ফুটবল উন্মাদনায় মাততে পারবে। এই একাডেমির জন্য কোচ নিয়োগ করবেও বলে জানান বাফুফে। জেলার ফুটবল এসোসিয়েশন এই সকল একাডেমির তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে বলে জানানো হয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশনের পাশাপাশি বাফুফের পেজ থেকেও ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে ভর্তিচ্ছুরা।
বাফুফের ‘ফুটবল ফর হেলথ’ সাথে যুক্ত আছেন বাংলাদেশের সনামধন্য অভিনেতা জাহিদ হাসান। তিনি এই প্রোগ্রামের প্রশংসা করে বলেন, “অভিভাবকরা বাচ্চাদের ফুটবল শেখাতে চায়। বাফুফে এই উদ্যোগ নেয়ায় অনেক বাচ্চাই এখন স্বতঃস্ফূর্তভাবে ফুটবল শিখছে। যা সুস্থ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।”