বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২২ এর মধ্যবর্তী দলবদলে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরাকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। মধ্যমাঠ হতে বলের যোগান দিতে জোনাথন ফার্নান্দেজের জায়গা লাল জার্সিতে এখন দেখা যাবে এই তরুণ ব্রাজিলিয়ানকে।

এবার বসুন্ধরা কিংস আর খেলোয়াড়ের প্রোফাইলে নজর দেয়নি। মাত্র তিন বছর আগে পেশাদার ফুটবলে প্রবেশ করা মিগুয়েল খেলেছেন ব্রাজিলের সর্বোচ্চ লিগের দল গোইয়াস স্পোর্তে ক্লাবে। ক্লাবটির হয়ে ৩৭ ম্যাচে ১ গোল ও দুটি এসিস্ট রয়েছে তার। ২১ বছর বয়সী এই মধ্যমাঠের খেলোয়াড়ের সাথে ৬ মাসে চুক্তি করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সম্ভাবনাময় এই ফুটবলার বলের জোগান ঠিকঠাকভাবে দিতে পারলে হ্যাট্রিক বিপিএল জয় কঠিন হওয়ার কথা নয় লিগের প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের জন্য।

ইনজুরি জর্জরিত এক দল নিয়ে অনেকটা পথ কষ্ট করেই পারি দিতে হয়েছে বসুন্ধরা কিংসকে। মৌসুমের শুরু টুর্নামেন্টেই মধ্যমাঠের কান্ডারি জোনাথন ফার্নান্দেজকে হারিয়ে বিপদে পরে দলটি। সাথে অধিনায়ক তপু বর্মনের অনুপস্থিতি ডিফেন্সকেও নড়বড়ে করে দেয়। মাঝে অনেকটা সময় ইনজুরিতে খেলতে পারেননি খালিদ শাফেঈ। পাশাপাশি বসনিয়ান ফরোয়ার্ড ভ্রানিয়েসও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাই মিগেলকে নিয়ে প্রত্যাশা অনেক বেশিই কিংস কর্তৃপক্ষের।

বসুন্ধরা কিংসে একজন ফরোয়ার্ডও যোগ দিবেন দ্রুতই। এএফসি কাপে চারজনের বেশি বিদেশী রেজিস্ট্রেশন করতে পারবে বলে এখনি ভ্রানিয়েসকে বিদায় নাও দিতে পারে কিংস। বসুন্ধরা কিংসের পথে আছে দ্বৈত নাগরিকত্বধারী এক ফরোয়ার্ড যার অভিজ্ঞতা রয়েছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলে খেলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here