দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হিসেবে পরিচিত বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বসুন্ধরা স্পোর্টস সিটি’। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৯ সালে ৫৫ বিঘা জমির ওপর এই স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় ৩০০ বিঘায়। সবমিলিয়ে নির্মাণ ব্যয় ছাড়িয়ে গেছে ১৫ হাজার কোটি টাকা।
এই মাল্টি-স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে ফুটবল, ক্রিকেট, হকি স্টেডিয়ামসহ গলফ ক্লাব, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, স্কোয়াশ, আর্চারি এবং শুটিংয়ের অত্যাধুনিক সুবিধা। আন্তর্জাতিক মানসম্পন্ন কমপ্লেক্সটিতে আরও রয়েছে ৫০ মিটার ও ২৫ মিটার লেনের সুইমিং পুল।
এছাড়া বিনোদনের জন্য রয়েছে ওয়ার্টার পার্ক, কিডস জোন এবং গ্রিন পার্ক। ইতোমধ্যেই ১২ হাজার ধারণক্ষমতার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল ম্যাচ শুরু হয়েছে।
খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে অন্যান্য স্টেডিয়াম ও কোর্ট।