ভারতের বিপক্ষে আসছে ২৫শে মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচের জন্য ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু হয়েছে। এবার দুইদেশের কর্তারাও বৈঠক করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ভারতীয় হাইকমিশনার প্রণয়াম ভার্মার সঙ্গে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিষদ আলোচনা করেছেন।

আজ ভারতীয় হাইকমিশনে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল ও সহ-সভাপতি ফাহাদ করিম। ভারতীয় হাইকমিশনার প্রণয়াম ভার্মার সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে প্রধানত আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও ভারতের ম্যাচ নিয়ে আলোচনা হয়, যা আগামী ২৫শে মার্চ শিলংয়ে অনুষ্ঠিত হবে।

উভয় পক্ষই আশা করছে, ফুটবল দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে এবং ক্রীড়ার মাধ্যমে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বাফুফে ভারতের কাছে একটি সফল ও সুন্দর ম্যাচ আয়োজনের অপেক্ষায়, পাশাপাশি ভারতের সঙ্গে আরও সহযোগিতার মাধ্যমে উভয় দেশের ফুটবল উন্নয়ন আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা করছে। ভারতীয় হাইকমিশনারও এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা ও সহযোগিতার আশ্বাস দেন।

Previous articleআরব আমিরাতে দ্বিতীয় ম্যাচেও নারী দলের পরাজয়!
Next articleধৈর্য্য ধরে, উন্নতি করে, নতুন ভবিষ্যৎ সাজাতেই মনযোগী বাটলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here