বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছে কাতারে। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে ম্যাচকে ঘিরে অনেক বেশি আশাবাদী না হলেও পরবর্তীতে ঘরের মাঠে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানান, ‘বিশেষ করে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্ল্যানিং ও মানসিক প্রস্তুতি আলাদা হবে। ওই ম্যাচগুলোতেও যেন আমরা যথেষ্ট ট্রেনিং করার সুযোগ পাই এটা আমি মাথায় রেখেছি। ভাইটাল ম্যাচ এই দুটি। এই দুটি ম্যাচে আমি হারতে চাই না।’
সামনের কাতার ম্যাচের ফলাফল নিয়ে চিন্তিত নন কাজী সালাউদ্দিন। প্রস্তুতির স্বল্পতা ছাড়া বাংলাদেশ থেকে অনেক এগিয়ে কাতার এই বাস্তবতা অকপটে স্বীকার করলে তিনি, ‘এশিয়ার নাম্বার ওয়ান দল হলো কাতার। কাতার হলো প্রথম এশিয়ান দল যারা করোনার মধ্যে প্রথম লিগ শুরু করে। তারা দু’দিন আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলেছে এবং তার আগে কোস্টারিকার সাথে খেলেছে। তাদের সঙ্গে আমাদের তুলনা হয় না।’
তিনি আরো বলেন, ‘আমার চাওয়া খুব কম। ছেলেরা আট মাস পরে তিন সপ্তাহের প্রাকটিস করে খেলছে। আমার চাওয়া হলো, যতটুকু কম ড্যামেজ করে আসা যায়। তবে আশা করি ছেলেরা ভালো খেলবে।’
উল্লেখ্য যে, আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১০ টায় কাতারের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা।