বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা পাওয়ার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন তরুণ প্রতিভাবান ফুটবলার ফাহমিদুল ইসলাম। তবে দুর্ভাগ্যবশত, কোচ হাভিয়ের কেবরেরার স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। কোচের মতে, তার দলে জায়গা না পাওয়ার অন্যতম কারণ হলো অভিজ্ঞতার অভাব এবং আরও সময়ের প্রয়োজন।
এই নিয়ে এতদিন নীরব থাকলেও, এবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ফাহমিদুল।
ফাহমিদুল ইসলাম এক ফেইসবুক পোস্টে জানান,
আমি, ফাহমিদুল ইসলাম, বাংলাদেশের সকল মানুষের প্রতি সত্যিই কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবাসা, সমর্থন, এবং উৎসাহ দিয়েছেন। আপনাদের অটুট বিশ্বাস আমার পুরো পথচলায় অনেক কিছু অর্থবহ করে তুলেছে, এবং যারা আমার পাশে ছিলেন, তাদের আমি গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আরো লিখেন,
আমি বাংলাদেশ ফুটবল দলে খেলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, এইবার আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়নি। তবে আমি বিশ্বাস করি, সবকিছুর পেছনে একটা কারণ থাকে, এবং আমার যাত্রা এখানেই শেষ নয়।
একদিন লাল-সবুজের জার্সিতে মাঠে নামার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান এই খেলোয়াড়,
ইনশাআল্লাহ, যদি সর্বশক্তিমান চান, একদিন আমি লাল-সবুজের জার্সি গায়ে দিয়ে মাঠে নামব এবং দেশের জন্য ও এর নিবেদিতপ্রাণ সমর্থকদের জন্য আমার সর্বস্ব উজাড় করে দেব। এর আগ পর্যন্ত, আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং সেই স্বপ্নের জন্য লড়াই করব।
তার এই পোস্ট ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। সবাই তার জন্য শুভকামনা জানাচ্ছে এবং আশাবাদী, একদিন তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। স্বপ্ন এখনো বেঁচে আছে, লড়াই চলবে!