আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ দুর্দান্ত এক লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৫৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী জর্ডানকে রুখে দিয়েছে তারা। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে সমতা এনে সাহসিকতার পরিচয় দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই জর্ডানের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে এগিয়ে দেন দলকে। তবে প্রথমার্ধের ৪৩তম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের নিখুঁত ফিনিশিংয়ে গোল করে সমতা আনেন তিনি।

দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে যায় জর্ডান। ম্যাচের ৫৮ মিনিটে ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। নির্ধারিত সময়ের ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করে ম্যাচে আবারো সমতা ফেরান।

পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে, তবে বাংলাদেশের রক্ষণভাগ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল দৃঢ়। এই ড্র বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসাবে ধরা যায় জর্ডানের মতো উচ্চ ব্যাংকিংয়ের দলের বিপক্ষে।

ট্রাইনেশন টুর্নামেন্ট দুই ম্যাচই ড্র করে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য দারুণ প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা।

Previous articleজনাকীর্ণ সংবাদ সম্মেলনে অবাক জামাল; কালই হামজা-ফাহমিদুলের ঘরের মাঠে অভিষেক
Next articleদীর্ঘ ভ্রমন শেষে ঢাকায় শমিত, দলের সঙ্গে যোগ দিচ্ছেন আজই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here