বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং একইসঙ্গে শেখ মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য নিশ্চিত করেছেন।

সেঁজুতি বিনতে সোহেল জানান, প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৯ নভেম্বর ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শেখ মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর পিতার বাসায় যান মোরসালিন। সে সময় তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন,

‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’

বাদীর মা-বাবা জানান, তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তখন মোরসালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।

এ বিষয়ে সেঁজুতি বিনতে সোহেল বলেন,

‘আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি এবং সুষ্ঠু বিচার চাই।’

জাতীয় দল ও বসুন্ধরা কিংসের স্ট্রাইকার শেখ মোরসালিন এ বিষয়ে বলেন,

‘আমার এই বিষয়ে এখনও কিছু জানা নেই। মামলা হলে আইনিভাবে লড়বো। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের সমন জারির পর শেখ মোরসালিনকে হাজির হতে হবে এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleরহমতগঞ্জের জার্সিতে বাংলাদেশে ফিরছেন সলোমন কিং!
Next articleস্কোয়াড ছোট করলেন ক্যাবরেরা; নেই ইয়াসিন-মিঠু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here