বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে আজ (শুক্রবার) উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে দারুন এক জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার মিরাজুল ইসলাম।

ম্যাচের ৬৫তম মিনিটে মিরাজুলের গোলে লিড নেয় বাফুফে এলিট একাডেমি। অবশ্য মিনিট চারেক পরই মিশুর গোলে সমতায় ফেরে উত্তরা এফসি। ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষায় তখনই শুরু হয় ‘মিরাজুল শো’! ম্যাচের অন্তিম মুহূর্তে যোগ করা সময়ে প্রথমে পেনাল্টি থেকে (৯০+২’) এবং এরপর আরো এক গোল করে (৯০+৪’) পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাফুফে এলিট একাডেমি।

এর আগে দিনের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ওয়ারী ক্লাব এবং নোফেল স্পোর্টিং ক্লাব। একই মাঠে ম্যাচের ৮ম মিনিটে গোল করে নোফেল স্পোর্টিং ক্লাবকে লিড এনে দেন আরাফাত। এরপর ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়ারী ক্লাবকে সমতায় ফেরান জীবন। পরবর্তীতে ম্যাচের স্কোরলাইনে আর কোনো পরিবর্তন না এলে সমান ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুদল।

Previous articleস্কাইলার্ক ফুটবল ক্লাবের কার্যনির্বাহি কমিটি ঘোষণা
Next articleপুলিশের কাছে পয়েন্ট হারালো আবাহনী; এএফসি উত্তরার বিপক্ষে রহমতগঞ্জের জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here