গত ২২ নভেম্বরের স্মৃতি এখনো তাজা। সেদিন কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপের ম্যাচে মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাঠে দর্শকদের ছোড়া স্মোক বোমার কারণে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ ছিল। সেই ম্যাচে এগিয়ে থাকা মোহামেডান শেষ পর্যন্ত হেরে যায় এবং দোষ দেয় দর্শকদের আচরণকে।
ওই ঘটনার পর আবারও একই মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
আগের ঘটনার পর বাফুফের সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েও কোনো সাড়া না পেয়ে এবার সরাসরি সভাপতি বরাবর চিঠি দেয় মোহামেডান। এবার সেই চিঠির উত্তর পেয়েছে দলটি। মোহামেডানের ম্যানেজার জানিয়েছেন,
‘সভাপতি চিঠির আনুষ্ঠানিক উত্তরে শৃঙ্খলা বিষয়টি আশ্বস্ত করেছেন। পাশাপাশি মৌখিকভাবেও বলেছেন বিষয়টি ফেডারেশন গুরুত্ব দিয়ে দেখছে। ফুটবলের স্বার্থে আমরা কিংস অ্যারেনায় খেলতে যাচ্ছি শনিবার।’
এই ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিংস হেরে গেলে লিগ থেকে কার্যত ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে, মোহামেডান জয় পেলে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। তবে মোহামেডান হেরে গেলে শুধু কিংসই নয়, পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা আবাহনীর মুখেও হাসি ফুটবে।
বর্তমানে ১০ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান, ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী এবং ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। শনিবারের ম্যাচ তাই শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই নয়, শিরোপা লড়াইয়ের জন্য নির্ধারণীও হয়ে উঠতে পারে।