বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা হিসেবে কার নাম আসবে, তা নিয়ে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে শাসন করে আসা সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নাম লেখানো হামজা চৌধুরী অনেকের মনে নতুন এক প্রশ্ন তৈরি করেছেন— দেশের সবচেয়ে বড় তারকা কে?
ইংল্যান্ডের লেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে আসা হামজা চৌধুরী লেস্টার সিটি, বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই পথচলা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য বিরল ঘটনা। তাই স্বাভাবিকভাবেই অনেকে তাকে দেশের সেরা ক্রীড়াবিদদের কাতারে তুলনা করছেন। তবে হামজা নিজে এই তুলনা নিয়ে একেবারেই আগ্রহী নন।
সম্প্রতি নিজের জন্মস্থান সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হামজা বলেন,
“সাকিব আল হাসান মেগা স্টার। তিনি অনেক বছর ধরে বিশ্বসেরা খেলোয়াড়। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।”
হামজার ভক্তরা মনে করেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, এবং ইংল্যান্ডের মতো প্রতিযোগিতামূলক লিগে খেলে আসা একজন ফুটবলারের তুলনা সাকিবের সঙ্গে না করে ভিন্নভাবে দেখা উচিত। অন্যদিকে, অনেকে বলছেন, জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম না করা পর্যন্ত তাকে সাকিবের সমতুল্য ভাবা ঠিক হবে না।
বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে একজন নতুন তারকা উঠে আসার এই আলোচনা দেশীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বসিত করছে। তবে সাকিব-হামজা তুলনা সময়ই বলে দেবে, সত্যিকার অর্থে কে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের পরবর্তী মেগা স্টার হতে পারেন।