সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুটি শিরোপা জয়ের জন্য বাংলাদেশের নারী ফুটবল দলকে বিশেষ সম্মাননা জানিয়েছে ওয়ালটন গ্রুপ। দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ মোট ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দেওয়া হয়েছে। নারী ফুটবলে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করা ওয়ালটন আগেও বিভিন্ন উপহার সামগ্রী যেমন টিভি প্রদান করেছে। এবার ফ্রিজ উপহার দেওয়ার ক্ষেত্রে তারা অভিনব পদ্ধতি গ্রহণ করেছে—প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি তাদের সুবিধাজনক স্থানের কাছের ওয়ালটন শো-রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।

রবিবার বাফুফে ভবনে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে নারী ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, “নারী ফুটবলারদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।”

সাবিনা ও তার সতীর্থদের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। আগের চুক্তি অনুযায়ী সিনিয়র খেলোয়াড়রা প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন। তবে নতুন চুক্তিতে তারা আরও ভালো পারিশ্রমিকের প্রত্যাশা করছেন। সাবিনা বলেন, “চ্যাম্পিয়ন হলে বেতন বাড়ার আশা তো থাকেই। আজ এ নিয়ে আলোচনার কথা রয়েছে।”

Previous articleমেয়েদের ফুটবলের অগ্রযাত্রায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন
Next articleগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের প্রথম অধিনায়ক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here