দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা (সাফ) থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও মার্চ মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, এরপর এপ্রিল থেকে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব নেবেন।
হেলাল ২০১৫ সাল থেকে সাফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিবছরই তার চুক্তি নবায়ন করা হতো। চলতি বছরও নতুন করে তার চুক্তি নবায়ন হয়েছিল, তবে কিছুদিনের মধ্যেই তাকে চাকরি ছাড়তে হলো।
পদত্যাগ প্রসঙ্গে আনোয়ারুল হক হেলাল বলেন,
‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। তবে আরও এক মাস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করব।’
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সাফে বেতনভুক্ত সাধারণ সম্পাদক প্রথা চালু হয়। বাংলাদেশের অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল দীর্ঘ এক দশক ধরে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখন দেখা যাবে, তার বিদায়ের পর সাফে নতুন নেতৃত্ব কেমন পারফর্ম করে।