টানা ৪ মেয়াদে দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির আসনে ছিলেন কাজী সালাউদ্দিন। তার অধীনে এগোনোর বদলে উল্টো পিছিয়েছে দেশের ফুটবল। তাই তার অপসারণ চেয়ে বেশ লম্বা সময় ধরেই সরব ছিল সমর্থকরা। গতকাল (শনিবার) এই মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি। আর এতেই উৎসবে মেতে উঠেছে সমর্থকরা।
আজ (রোববার) বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। বাফুফে ভবনের সামনে স্মোক ফ্লেয়ার দিয়ে উল্লাসে ফেটে পড়ে তারা। এরপর হয় মিষ্টি-মুখ। ঢাকার পাশাপাশি কক্সবাজারেও আনন্দ উৎসব করে আল্ট্রাসের সদস্যরা। দেশের ফুটবল থেকে কাজী সালাউদ্দিনের বিদায়ে এই উল্লাস তাদের।
ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সংগঠন আলট্রাস। খেলার মাঠে বাংলাদেশের ফুটবলারদের জন্য গলা ফাটিয়ে যেমন চিৎকার করেন, তেমনি ফুটবল ফেডারেশনের নানা কর্মকান্ডের সমালোচনাও করেন এই সংগঠনের সদস্যরা।