আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল)-এ বড় জয় পেয়েছে সিটি ক্লাব। উত্তর বারিধারা ক্লাবকে ৫-১ গোলে পরাজিত করেছে তারা। অন্যদিকে ওয়ারী ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

বিসিএলে আজ মুখোমুখি হয়েছে সিটি ক্লাব ও উত্তর বারিধারা। উত্তর বারিধারাকে ক্লাবকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি ক্লাব। তান্ডবের শুরুটা করে মাসুম মিয়া। ৯ মিনিটের মাথায় বারিধারার জালে বল পাঠায় মাসুম। এক গোলের পুঁজিতে বিরতিতে যায় সিটি ক্লাব।

ম্যাচের শেষের দিকে উত্তর বারিধারার রক্ষণে চেপে বসে সিটি ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। ম্যাচের ৭৩ ও ৭৪ মিনিটে পরপর জোড়া গোল করে মোহাম্মদ রানা। ৮০ মিনিটের সময় মাসুম মিয়াও নিজের জোড়া গোল পূরণ করে। পাঁচ মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মাসুম।

ম্যাচের শেষের দিকে এসে উত্তর বারিধারার হয়ে এক গোল শোধ দেন ফয়সাল আহমেদ। দিনের অন্য আরেক ম্যাচে মাঠে নেমেছিলো আরামবাগ ক্রীড়া সংঘ ও ওয়ারী ক্লাব। ম্যাচে ১-০ তে জয় পায় আরামবাগ। আরামাবাগের হয়ে একমাত্র গোলটি করেছে নিজাম উদ্দীন। আরেক ম্যাচে মুখোমুখি হয় বিআরটিসি স্পোর্টস ক্লাব ও বাফুফে এলিট একাডেমি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Previous articleভারতের অব্যবস্থাপনায় বাংলাদেশের খেলোয়াড়দের চাপা ক্ষোভ!
Next articleছেত্রীর উপর বাড়তি নজর তপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here