আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি কাপের দক্ষিন অঞ্চলের খেলাগুলোর আয়োজক হতে আজ আবেদন করেছে বসুন্ধরা কিংস। সিলেটকে ভেন্যু করে স্বাগতিক হতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ভেন্যু চেয়ে এএফসি’র কাছে সম্মিলিতভাবে আবেদন করেছে। এই বিষয়ে বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক অফসাইডকে জানান,

‘এএফসি কাপের ভেন্যু এর আবেদন ক্লাব বা ফেডারেশন আলাদা ভাবেই করতে পারে কিন্তু বসুন্ধরা কিংস এবং বাফুফে একসাথে করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আয়োজনের কাজটা সুন্দর ভাবে হয়।’

করোনা মহামারীর কারণে এএফসি অনেকগুলো শর্ত মেনে তবেই আয়োজক হতে হবে ক্লাবগুলোকে। শর্ত সম্পর্কে অবগত কিংস প্রস্তুত রয়েছে বলে জানান শায়েক,

‘ভেন্যু হবে সিলেট জেলা স্টেডিয়াম। বসুন্ধরা কিংস এবং বাফুফে এএফসি এর স্টেডিয়ামের সকল শর্তের ব্যাপারে অবহিত তাই ইনশাআল্লাহ আমরা সকল শর্ত পূরনে সক্ষম হব।’

এএফসি কাপের ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এছাড়া চতুর্থ দল হিসেবে যুক্ত হবে প্লে-অফ পর্বে জয়ী দল। গ্রুপপর্বের খেলা হবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

Previous articleআজিমপুরে চিরনিদ্রায় শায়িত অমিত
Next articleকাল থেকে মাঠে ফিরছে বিসিএল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here