আগামী মার্চের প্রথম সপ্তাহে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব যাচ্ছে জাতীয় ফুটবল দল। ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় পাঁচ দিনের অনুশীলন করবে দল। এরপর ৫ মার্চ জাতীয় দলকে নিয়ে সৌদি আরব রওনা হবেন কোচ। তবে ঢাকায় ও সৌদি আরবে অনুষ্ঠিতব্য ক্যাম্পে দলের অন্যতম বড় তারকা, ইংলিশ চ্যাম্পিয়নশীপ লিগের ফুটবলার হামজা চৌধুরী থাকবেন না।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের অভিযান। ম্যাচটি ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী সরাসরি ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন অথবা ক্লাব থেকে আগে ছাড়পত্র পেলে ঢাকায় ক্যাম্পেও যোগ দিতে পারেন।

সবকিছু পরিকল্পনামাফিক চললে জাতীয় দল সৌদি আরব থেকে ফিরবে ১৭ বা ১৮ মার্চ। ঢাকায় দুই দিনের সংক্ষিপ্ত অনুশীলন শেষে ২০ মার্চ শিলং রওনা দেবে দল।

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় মুখ হামজা চৌধুরী যখনই ঢাকায় আসুন, তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের জন্য এক বড় প্রাপ্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous articleকমলাপুরের সঙ্গে রাজশাহীতেও এলিট একাডেমির আবাসন!
Next articleধর্ষণ ও হত্যার হুমকির মুখে মাতসুশিমা সুমাইয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here