আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৮ সদস্যের দল ছোট করে ৩০ সদস্যের নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ এই ঘোষণায় বেশ কয়েকজন খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন।
দল থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, মেহেদী হাসান মিঠু, জাহিদ হাসান শান্ত, ইয়াসিন খান, রাব্বি হোসেন রাহুল এবং রফিকুল ইসলাম। তবে সবচেয়ে আলোচিত বাদ পড়া খেলোয়াড় হলেন ইয়াসিন খান ও মেহেদী হাসান মিঠু, যারা চলমান লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন।
কাবরেরার ঘোষিত স্কোয়াড নিয়ে ফুটবল মহলে শুরু থেকেই আলোচনা ও সমালোচনা চলছে। লিগ ও কাপে অসাধারণ পারফর্ম করা অনেক খেলোয়াড় প্রথমবারের ৩৮ জনের তালিকাতেও জায়গা পাননি, অথচ কম সময় মাঠে থাকা কিংবা বেঞ্চে বসে থাকা অনেকেই সুযোগ পেয়েছেন।
বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মাত্র ৭৩ মিনিট খেলেছেন, তিনিও ক্যাবরেরার ঘোষিত প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। এরকম আরও কিছু বিতর্কিত নির্বাচন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে।
প্রাথমিক দলের ৩০ জনের মধ্যে ২৮ জন খেলোয়াড় আগামী ২৮ ফেব্রুয়ারি টিম ম্যানেজার আমের খানের নিকট হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্ট করবে।
প্রাথমিক দলের ৩০ জন
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী,শাকিল হোসেন,শাকিল আহাদ তপু, রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী,জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো.সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন।
আক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম,শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।