গতকাল শেষ হয়েছে স্বাধীনতা কাপ ২০২১ এর গ্রুপ পর্বের সব খেলা। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা গুলো শেষে অংশগ্রহনকারী ১৫টি দল থেকে সেরা আট দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সবচেয়ে বড় চমক হয়ে এসেছে আমন্ত্রিত সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে পিছনে ফেলে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।
এদিকে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘও পুরান ঢাকা ঐতিহ্যবাহী রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে টপকে শেষ আটে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এছাড়া প্রত্যাশিতভাবেই বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পুলিশ এফসি ও সাইফ স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনালে উর্ত্তীর্ণ হয়েছে।
কোয়ার্টার ফাইনাল লাইনআপ
১০ ডিসেম্বর
আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশ সেনাবাহিনী
(বিকাল ৫.১৫ মিনিট)
সাইফ স্পোর্টিং ক্লাব বনাম স্বাধীনতা ক্রীড়া সংঘ
(রাত ৮.০০ মিনিট)
১২ ডিসেম্বর
শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম বাংলাদেশ পুলিশ
(বিকাল ৫.১৫ মিনিট)
বসুন্ধরা কিংস বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব
(রাত ৮.০০ মিনিট)