মধ্যবর্তী দলবদল শেষে আগামী ২০ জুন হতে আবারো মাঠে ফিরছে নারী ফুটবল লিগ। প্রথম পর্ব শেষে ১০ জুন হতে ১৬ জুন পর্যন্ত হয়েছে মধ্যবর্তী দলবদল।
মধ্যবর্তী এই দলবদলে মোট ৩৪ জন ফুটবলার নিবন্ধিত হয়েছে। কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাঁচারীপাড়া একাদশ ও নাসরিন স্পোর্টস একাডেমি ৮ জন করে ফুটবলার নিবন্ধন করিয়েছে। এছাড়া এফসি ব্রাহ্মণবাড়িয়া ৬ জন ও সদ্যপুষ্করণী যুব এসসি ৪ জন ফুটবলার দলে নিয়েছে। এই দলবদলে কোন খেলোয়াড় নেয়নি বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ও কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব।
২০ জুন সকাল ১১ টায় সদ্যপুস্কুরনী যুব এসসি ও বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। ঐদিন বিকাল ৩ টায় মুখোমুখি হবে কাঁচিঝুলি এসসি ও নাসরিন স্পোর্টস একাডেমি।