বাংলাদেশ ফুটবলের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামবেন। এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে তাকে দেখা যাবে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে।

অপেক্ষার প্রহর শেষে আজ সকালে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি জানান, ভারতকে হারানোর প্রত্যাশা নিয়ে এসেছেন তিনি। এরপর সন্ধ্যায় হবিগঞ্জের নিজ গ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন এই প্রতিভাবান মিডফিল্ডার।

অনেকেরই প্রশ্ন ছিল, হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে কত নম্বর জার্সি পরে খেলবেন? এ বিষয়ে জানতে চাইলে হামজা জানান, তিনি ৮ নম্বর জার্সি পরে খেলতে আগ্রহী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মতামত জানতে চেয়েছে— তারা হামজাকে কোন নম্বরের জার্সিতে দেখতে চান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার উপর নির্ভর করবে। তবে ধারণা করা হচ্ছে, কোচও হামজার ইচ্ছাকে গুরুত্ব দেবেন।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে হামজা চৌধুরীর পারফরম্যান্স নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

Previous articleসকালে দেশে ফিরছে বাংলাদেশ দল; হামজার কাঁধে উঠতে চান আল আমিন
Next articleসাকিবের প্রসঙ্গে যা বললেন হামজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here