আবারও বদল হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ। এবার প্রথমবারের মতো ক্লাবকে ফেডারেশন কাপের ফাইনালে তোলা বেলজিয়ান কোচ পল পুটকে বিদায় বলছে ক্লাবটি।

তবে এবার ক্লাব কোচকে বিদায় করেছে বিষয়টি এমন নয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচ নিজেই চলে যেতে চেয়েছেন। কিন্তু, ক্লাবও তাকে আর অনুরোধ করেনি। অর্থ্যাৎ তারাও হতো কোচের পারফর্ম্যান্সে সন্তুষ্ট নয়। তবে দুই পক্ষের সমঝোতায়ই চুক্তি শেষ হয়েছে।

ফেডারেশন কাপে ভালো করলে লিগের শুরু থেকেই ফর্ম হারিয়ে বসে সাইফের খেলোয়াড়রা। ১০ ম্যাচে ১৫ গোল হজম করেছে দলটি। ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে দলটি, যা নামে-ভারে দলটির সাথে বেমানান। পুটের বিদায়ে ক্লাবের সহকারী জুলফিকার মাহমুদ মিন্টু কোচ হিসেবে কাজ করবেন। এরপর মধ্যবর্তী দলবদলের সময় নতুন কোচ নিয়োগ দিবে ক্লাবটি।

মৌসুম শুরুর আগে পল পুট’ই ছিলো এবারের হাই-প্রোফাইল কোচদের অন্যতম। অনেক অভিজ্ঞতা অর্জনকারী এই কোচকে ঘিরে প্রত্যাশা অনেক থাকলেও তা পূরণ করতে পারেননি তিনি।

Previous articleমোহামেডানের নির্বাচনে সভাপতি পদে ‘তিন’ হেভিওয়েট প্রার্থী
Next articleপ্রথম মিনিটে গোল করেও জিততে পারেনি মুক্তিযোদ্ধা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here