বাংলাদেশ ও ভারতে খেলবো। যদি আমি ভারতে ভালো খেলতে পারি তাহলে অন্যদের জন্য দরজা খুলে যাবে। অন্যরা খেলার সুযোগ পাবে। আমি বাংলাদেশের দূত বা প্রতিনিধি হিসেবে সেখানে খেলবো। আমাকে সেখানে ভালো করতে হবে। আশা করছি, সামনের দিকে আরও কিছু খেলোয়াড় সুযোগ পাবে।’ সংবাদ মাধ্যমকে আজ এমনটা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মূলত তিনি বিদেশের মাটিতে ভালো খেলে অন্যান্য বাংলাদেশী খেলোয়াড়দের বিদেশে খেলার পথ সুগম করতে চান। জামাল আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারতে খেলবো। যদি আমি ভারতে ভালো খেলতে পারি তাহলে অন্যদের জন্য দরজা খুলে যাবে। অন্যরা খেলার সুযোগ পাবে। আমি বাংলাদেশের দূত বা প্রতিনিধি হিসেবে সেখানে খেলবো। আমাকে সেখানে ভালো করতে হবে। আশা করছি, সামনের দিকে আরও কিছু খেলোয়াড় সুযোগ পাবে।’

কলকাতা মোহামেডানে খেলার বিষয়টি প্রথমদিকে গুজব বলে উড়িয়ে দিলেও অবশেষে ভারতের ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে আসন্ন আইলীগ খেলবেন বাংলাদেশের পোস্টারবয় জামাল ভুঁইয়া। দলে যোগ দেয়ার বিষয়টিও পরিস্কার করেছেন জামাল, ‘আগে তো গুজব ছিল। তখন আমার সঙ্গে যোগাযোগ হয়নি। পরবর্তীতে ওয়াসিম ভাইয়ের (ওয়াসিম আকরাম, কলকাতা মোহামেডান সাধারণ সম্পাদক) সঙ্গে কথা হয়। ওয়াসিম ভাই জিজ্ঞেস করেছেন, ‘মোহামেডানে খেলবে কিনা? তোমাকে নোটিস করছি অনেকদিন ধরে।’ আমি বলেছি দল কেমন হবে? তখন সে বলেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়বে। তখন আমি বলেছি, ‘নিচের দিকে (পয়েন্ট টেবিলের) থাকার জন্য দল গড়লে খেলবো না। এখন নেপাল ম্যাচ শেষ করেই কলকাতায় যাব।’

বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে জামালের কলকাতা মোহামেডানের যোগ দেয়ার বিষয়টি নিয়ে খুশি, ‘ওর (জামাল) জন্য ভালো সুযোগ। জামালের কারণে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ভবিষ্যতে আরও সুযোগ তৈরি হবে। জামাল মোহামেডানে ভালো করতে পারবে ওর অভিজ্ঞতা দিয়ে।’

Previous articleকলকাতা মোহামেডানেই যাচ্ছেন জামাল!
Next articleঢাকা পৌঁছেছে নেপাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here