সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালে যাওয়ার দিনই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঘোষণার একদিন পরই সেই দল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ ও অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। একই সঙ্গে চূড়ান্ত দল ঘোষণার আগে পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

সকালে ক্যাম্পের খেলোয়াড়দের অনুশীলন করিয়ে নেপালের উদ্দেশে উড়াল দিয়েছিলেন বাটলার। রাতে বাফুফে প্রকাশ করে এশিয়ান কাপের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল—এই ঘটনাটি ঘটে বুধবার। এরপর বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে দল নির্বাচন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে কথা বলেন কোচ।

গত জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে জড়ানো খেলোয়াড়দের অনেকেই জায়গা পেয়েছেন প্রাথমিক দলে। মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা ও শামসুন্নাহারদের নাম রয়েছে তালিকায়। তবে জায়গা হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, নিলুফা ইয়াসমিন নীলা, সানজিদা খাতুন ও মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ ফুটবলারদের।

সাবিনা খাতুনের নেতৃত্বে সদ্য সাফ নারী ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায়, তার দলে না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা আরও তীব্র হয়েছে।

এমন পরিস্থিতিতে বাটলার স্পষ্ট করে জানান, এই দলই চূড়ান্ত নয়।ফেসবুক পোস্টে তিনি লেখেন,

“আমি পরিষ্কার করে বলতে চাই, এখনো চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি। সবার জন্যই সুযোগ খোলা রয়েছে। এটি কেবল একটি প্রাথমিক অনুশীলন দল।”

তিনি আরও জানান, লিগে পাওয়া চোটের কারণে কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিদেশি ক্যাম্প আয়োজন সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

“বিদেশে অনুশীলন ক্যাম্প করতে না পারায় আমি বর্তমানে এই দলটিকে সাত দিনের জন্য মূল্যায়ন করছি। একই সঙ্গে নেপালে অনূর্ধ্ব-১৯ দল পর্যবেক্ষণ করছি। অনূর্ধ্ব-১৯ দলের এক-দুই জন অসাধারণ প্রতিভা এএফসি এশিয়ান কাপের জন্য আমাদের বিবেচনায় রয়েছে।”

এর আগে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে ক্যাম্প করবে বাংলাদেশ দল এবং সেখান থেকে অস্ট্রেলিয়ায় যাবে। থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে।

তবে নিজের পোস্টের শেষ দিকে আবারও বিদেশে ক্যাম্প আয়োজন করতে না পারার আক্ষেপ করেন বাটলার। একই সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার কথাও জানান।

“এটি দুর্ভাগ্যজনক যে আমরা বিদেশে ক্যাম্প করতে পারিনি। তবে আমরা ইতিবাচক ও উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের দলে কিছু রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় রয়েছে, যারা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের জার্সি গায়ে গর্বের সঙ্গে লড়াই করবে।”

নারী এশিয়ান কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।

Previous articleফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের বরণে ছাদখোলা বাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here