প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের মাটিতে তাদের কাছে ৩-০ গোলে হেরেছে পিটার বাটলার শিষ্যরা। ২৭ অক্টোবর আবারো মুখোমুখি হবে দুই দল।
ম্যাচের শুরুতেই থাইল্যান্ডের মেয়েরা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। খেলার মাত্র কয়েক মিনিটের মাথায়ই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ওরাপিন ওয়েনগোয়েনের নিখুঁত ফিনিশিংয়ে ১–০ তে এগিয়ে যায় থাইল্যান্ড।
২৩ মিনিটে দুর্দান্ত সেভে বাংলাদেশকে রক্ষা করেন রূপনা চাকমা। থাই ফরোয়ার্ড একা পেয়েও গোলের দেখা পাননি তার সামনে। এরপর ২৭ মিনিটেও আরেকটি বিপজ্জনক প্রচেষ্টা ঠেকিয়ে দেন রূপনা। ৩৪ মিনিটে ম্যাচে ফিরতে পারত বাংলাদেশ। মাঝমাঠ থেকে মনিকা চাকমার জোরালো শট সরাসরি পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও রূপনার নৈপুণ্য। ৪৯ মিনিটে অসাধারণ এক সেভে দলকে রক্ষা করেন তিনি। তবে ৫১ মিনিটে আর রুখতে পারেননি; বদলি হিসেবে নামা সাওয়ালাক পেংনাম থাইল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
৫৯ মিনিটে আবারও ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সফল হন রূপনা, থাই আক্রমণ থামিয়ে রাখেন একার নৈপুণ্যে। কিন্তু শেষ মুহূর্তে আর পারেননি কিছু করতে। ৮৬ মিনিটে পাত্তারানান আউপাচাইয়ের গোল থাইল্যান্ডকে ৩-০ তে এগিয়ে দেয়।
৮৯ মিনিটে বাংলাদেশের হয়ে দারুণ এক সুযোগ তৈরি হয়। শামসুন্নাহারের হেড চলে যায় পোস্টের উপর দিয়ে। তাই শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আগামী ২৭ অক্টোবর পুনরায় মুখোমুখি হবে এই দুই দল।




