আসন্ন মৌসুমের জন্য আরামবাগ ক্রীড়া সংঘ তাদের কন্ডিশনিং ক্যাম্প করবে নীলফামারিতে। নতুন মৌসুমে আরামবাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ভারতের সুব্রত ভট্টাচার্যকে। গতকাল তিন সহকারী কোচ সহ ভারত থেকে বাংলাদেশে এসেছেন পৌঁছেছেন তিনি।

ঢাকায় এসেই শাহজালাল বিমান বন্দর থেকে নীলফামারীতে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে তিনি ও তার সহকারী কোচরা চলে গিয়েছেন নীলফামারি। আগামী বুধবার থেকে শেখা কামাল স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প করবে তারা।

সপ্তাহ খানেক আগেই কোচের ঢাকায় আসার কথা থাকলেও সড়কপথে আসতে গিয়ে বেনাপোল থেকে তিন সহকারী কোচসহ ফেরত যেতে হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র না থাকায়। তিন সহকারী কোচ চন্দন রাঠোর, ফিজিও সঞ্জয় বোস ও ম্যাসিয়ার গনেশ দালুইসহ গতকাল দুপুরে ঢাকায় এসেছেন সুব্রত।

Previous articleকিংসে আর্জেন্টাইন ফরোয়ার্ড ব্যাসেরা
Next articleআজ থেকে শুরু দলবদল; আরামবাগ ১৭ জন, মোহামেডান ৯ জন খেলোয়াড় ছেড়েছে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here