যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ইউরোপীয় মানের কোচ নিয়োগ এবং নারী ফুটবলারদের বেতন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থ জোগানের পথ খুঁজছে সরকার। নতুন স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এই দুই খাতেই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে অর্থ মন্ত্রণালয় বা বিদ্যমান ফান্ড থেকে বরাদ্দ বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে তিনি জানান, হ্যাভিয়ের কাবরেরার জায়গায় নতুন কোচ আনার সিদ্ধান্ত একেবারেই বাফুফের, তবে উন্নতমানের কোচ আনতে গেলে ব্যয়ের বিষয়টি বড় চ্যালেঞ্জ। ইউরোপের বড় দলগুলোর কোচদের বেতন তুলনা করতে গিয়ে উপদেষ্টা বলেন, “সেই ব্যয় অনেক সময়ই বাফুফের পুরো বাৎসরিক বাজেটের সমান হয়ে যায়, যা এখনই বাস্তবসম্মত নয়।”

তবুও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতায় এগিয়ে আসতে চায় বলে জানান তিনি। তার ভাষায়, “উন্নতমানের কোচ নিয়োগে যেন অর্থ বাধা হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে বাফুফেকে বিশেষ সহায়তা বা ফান্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।”

Previous article৩ ম্যাচে কোটি টাকার আয় জানাল বাফুফে, ব্যয়ের হিসাব এখনো অধরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here