বছরজুড়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ফুটবল যত নাকানিচুবানিই খেয়ে থাকুক না কেন, বছরের শেষে এসে সাফল্যের দেখা মিলেছে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সুবাদে। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলার ফুটবল প্রেমীদের শিরোপার স্বাদ দিয়েছে মেয়েরা। একমাত্র মেয়েদের সাফল্যেই কিছুটা তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন দেশের ফুটবলের শীর্ষ কর্তারা।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে সাফজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করে বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর আর্থিক সংকট মেটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বর্তমান ফেডারেশন কাপেরও মূল স্পন্সর বসুন্ধরা গ্রুপ।

বক্তব্যের শুরুতেই সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানান আনভীর। এর পাশাপাশি ক্রীড়াঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণার কথা উল্লেখ্য করে দেশের ফুটবলসহ অন্যান্য ক্রীড়াক্ষেত্রে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন, ‘আমি শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান, আমার ছোট ভাই সাফওয়ান সোবহান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের বসুন্ধরা কিংস আছে। বিভিন্ন স্পোর্টস কার্যক্রম রয়েছে আমাদের। কারণ তরুণদের বিনোদনের একমাত্র উপায় হচ্ছে স্পোর্টস। আপনারা দোয়া করবেন বসুন্ধরা গ্রুপ যেন সব সময় স্পোর্টসের সঙ্গে থাকতে পারে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, তিনি আমাদের আরও বেশি উৎসাহ দিলে আমরা বাংলাদেশের স্পোর্টসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে পারবো, ইনশাল্লাহ।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‘আমার শুনে খুব দুঃখ লাগলো, ‘আপনাদের (বাফুফে) ৩০ হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এখন লাখ টাকা দিয়েও টিম পরিচালনা করা যায় না। টিম চালানোর জন্য এখন কোটি কোটি টাকা দরকার। টাকার অভাবে ফুটবল টিম চালাতে পারে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা খুবই কষ্টের। তাই বসুন্ধরা গ্রুপ বাফুফের পাশে থাকতে চায়।’

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সদস্য, কোচ, অফিসিয়াল স্টাফদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। সাফল্য আসবে। সাফল্য আসার মানে দায়িত্বটা বেড়ে গেলো। সাফল্যকে ধরে রাখতে হবে। এজন্য বসুন্ধরা গ্রুপ আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। বসুন্ধরা গ্রুপ দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করছে।’

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, সাবেক ক্রীড়াসাংবাদিক ও লেখক ইকরামুজ্জামান প্রমুখ। সবার কণ্ঠেই ছিলো নারী বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় দলেও একইরকমভাবে সাফল্যের প্রত্যয়। দিনশেষে যে জাতীয় দলের সাফল্যটাই মুখ্য বিষয়!

Previous articleটাইব্রেকারে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল
Next articleচট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here