বড় হার দিয়েই এবারের নারী এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। উজবেকিস্তানের বুনোয়োদকর স্টেডিয়ামে শক্তিশালী ইরানের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী দল। এর আগ প্রথম ম্যাচে জর্ডানের কাছেও সমান ৫-০ ব্যাবধানে হেরেছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

আগের ম্যাচের ভুল শুধরে নিয়ে ভালো ফুটবল উপহার দেওয়ার আশা থাকলেও শেষ পর্যন্ত ১০ গোল হজম করে বাছাইপর্ব থেকে বিদায় নিলো সাবিনা-কৃষ্ণারা।

ম্যাচের মাত্র ৪ মিনিটেই পিছিয়ে পরে বাংলাদেশ। ইরানি ডিফেন্ডার মতেভাল্লির গোলে লিড নেয় ইরান। সেই গোলের ধকল কাটিয়ে ওঠার আগেই ১৪তম মিনিটে আবারো বাংলাদেশের জালে বল পাঠায় ইরানের মেয়েরা। এবারের গোলদাতা মিডফিল্ডার খোসরাভি। ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইরানকে ৩-০ গোলে এগিয়ে নেন অধিনায়ক তাহেরখানি। ৩-০ গোলের বিরতি নিয়েই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে সমানতালেই আক্রমন চালাতে থাকে ইরান। তবে প্রথমার্ধের তুলনায় কিছুটা দৃঢ়তা দেখায় বাংলার রক্ষণ।তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই দৃঢ়তা। ৫৫তম মিনিটে দাভাগীর গোলে ৪-০ তে পিছিয়ে পরে বাংলাদেশ। এর কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে দলের ব্যবধান ৫-০ করেন ইরানি অধিনায়ক তাহেরখানি।  ম্যাচের বাকিটা সময় ভালোই রক্ষণ সামলায় বাংলার ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলার মেয়েদের।

শেষ পর্যন্ত আর নারী এশিয়ান কাপের চুড়ান্ত পর্বে খেলা হলো না বাংলাদেশের। দলের যে উন্নতির আরো অনেক জায়গা রয়েছে সেটা বাফুফেকে এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো মেয়েদের বাছাইপর্বের এমন পারফরম্যান্স।

Previous articleদলে সুযোগ পেলেও এখনও অনিশ্চিত কিংসলে
Next articleহঠাৎ সাফের দলে আবাহনীর হৃদয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here