এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে ইতিমধ্যেই। যদিও এখনো বাকি আছে ২ ম্যাচ। মূল পর্বে খেলার সুযোগ না থাকলেও নভেম্বরে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে চোখ সমর্থকদের। প্রতিবেশী দেশটিকে মোকাবেলার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে।

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের কারো সামনেই নেই মূল পর্বে খেলার সুযোগ। তারপরও এই ম্যাচটি উত্তেজনা ছড়াচ্ছে। এর আগে গত মার্চে ভারতের মাটিতে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে জয়ের লক্ষ্য হামজা-জামালদের। আর সেই ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে আফগানদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১৩ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাত ০৮.০০ টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশ-ভারত ম্যাচের দিন অর্থাৎ ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মায়ানমারের বিপক্ষে হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্যও প্রস্তুতির মঞ্চ।

Previous articleএএফসি আসরে টানা ষষ্ঠবার—কুয়েত মিশনে আজ উড়াল দিচ্ছে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here