এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার অভিযোগ ছিল দীর্ঘদিনের। নেপাল–ভুটানের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের প্রস্তুতি। সেই বাস্তবতায় এবার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার চার দিন আগে ভিয়েতনামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খেলা দলগুলোর তুলনায় অনেক এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ১০৮ নম্বরে থাকা দলটি আসিয়ান অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়ন। পাশাপাশি আসন্ন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার লড়াইয়েও ভালো অবস্থানে রয়েছে তারা।
নিজেদের গুরুত্বপূর্ণ সূচির অংশ হিসেবেই ভিয়েতনাম ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে। মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে এই প্রীতি ম্যাচ তাদের প্রস্তুতির অংশ। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি হবে বাস্তব শক্তি যাচাইয়ের বড় সুযোগ।
হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারের দলে অন্তর্ভুক্তির পর থেকেই ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের প্রীতি ম্যাচের প্রতিপক্ষের মান বদলাবে। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ সেই পরিবর্তনেরই প্রথম উদাহরণ বলে মনে করা হচ্ছে।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন,‘সিঙ্গাপুরের কাছাকাছি হওয়ায় ভিয়েতনামেই গিয়ে খেলবে বাংলাদেশ। সেখান থেকেই দল সিঙ্গাপুর যাবে। তার আগে দেশে স্বল্প সময়ের একটি প্রস্তুতি ক্যাম্প হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য প্রস্তুতির পাশাপাশি আত্মবিশ্বাস অর্জনেরও সুযোগ।



