বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব ১৪ একাডেমি কাপ ২০২০ আজ মাঠে গড়িয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। নবাবগঞ্জ ফুটবল একাডেমি পক্ষে গোল দুটি করেছেন আবির ও মারুফ এবং পীরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে গোল দুটি করেন আলিফনুর ও রায়হান। ম্যাচ সেরা হয়েছেন পীরগঞ্জের অধিনায়ক লিওন।দিনের অন্য খেলায় জালালী ফুটবল একাডেমী বনাম রাজশাহী হরিয়ান ফুটবল একাডেমীর খেলাটি গোলশূণ্য ড্র হয়।

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়েরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নির্বাহী কমিটির সদস্য মো. ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরি, হাজী টিপু সুলতান ও মহিদুর রহমান মিরাজ। অনুষ্ঠানে শুভোচ্ছ বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান খান।

Previous articleঅর্থ সংকটে অনিশ্চিত ফুটবলে মুক্তিযোদ্ধার অংশগ্রহন!
Next articleকাতারকে ছাড় দিবে না জামাল ভুঁইয়া’রা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here