পূরণ হলো এলিটা কিংসলের স্বপ্ন। পেলেন বাংলাদেশের নাগরিকত্ব। বাংলাদেশী হয়ে মাঠে নেমে ছড়ালেন চমক। আজ(শনিবার) বিরতির পর ফের মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ। বসুন্ধরা কিংস বনাম রহমতগঞ্জের ম্যাচ দিয়ে আবারো ফিরেছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর। এই ম্যাচেই প্রথমবার বাংলাদেশী কিংসলে মাঠে নামেন বসুন্ধরা কিংসের জার্সিতে।

কিংসলে বৈবাহিক সূত্রেই থেকে যান বাংলাদেশে। নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন, পেয়েছেন বাংলাদেশ নাগরিকত্ব। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় মাঠে নামতে দেরী হয় এই নব বাংলাদেশীর। অতঃপর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে আজ প্রথমবার নামেন মাঠে। এই ঘটনা দেশের ফুটবলে প্রথম

প্রথম ম্যাচে নেমেই আলো ছড়াতে দেরী করেন নিই এই ফুটবলার। আজই প্রথম গোলের দেখা পান কিংসলে। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজে ক্রস থেকে হেডে গোল করেন এলিটা কিংসলে। সহজেই পরাস্ত করেন করেন রহমতগঞ্জের গোলকিপার রাসেল মাহমুদ লিটনকে। বাংলাদেশী হিসেবে করা প্রথম গোলে তার সাথে উৎযাপনে মেতে উঠে তার সতীর্থরাও। ম্যাচে তার দলও জিতেছে ২-১ গোলে।

বাংলাদেশী হিসেবে নিজের প্রথম গোলের পর অনুভূতি জানাতে গিয়ে অফসাইডকে কিংসলে বলেন, ‘আমার অনুভূতি দূর্দান্ত এবং আমি কতটা খুশি তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

Previous articleজয় দিয়েই মাঠে ফিরলো বসুন্ধরা কিংস!
Next articleবিসিএলে দুই ম্যাচই ড্র!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here