বহুল আলোচিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন আগামী ৬ মার্চ রাজধানীর লা-মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন তরফদার মো. রুহুল আমিন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। দুই বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানান জটিলতায় নির্বাচন হয়নি। ফলে ২০১৯ সালে আদালত তৎকালীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম এ আমিন উদ্দিনকে মোহামেডানের ইনডিপেনডেন্ট চেয়ারম্যান নিযুক্ত করে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেন। তারই প্রচেষ্টায় আগামী ৬ মার্চে অনুষ্ঠিত প্রতিক্ষীত এই নির্বাচন কার্যক্রম।

আজ রিটার্নিং অফিসার মোতাহের হোসেন সাজুর কাছ থেকে তরফদার রুহুল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার আহমেদ সৈয়দ আল ফাতাহ। নির্বাচনে তরফদার রুহুল আমিনের ভোটার আইডি নম্বর ০৩২৯। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৩১ জন। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১ জন সভাপতি ও ১৬ জন পরিচালক নির্বাচন করবেন যারা আগামী দুই বছর ঐতিহ্যবাহী ক্লাবটি পরিচালনা করবে।

Previous articleমাঠে গড়ালো তৃতীয় বিভাগ ফুটবল লীগ!
Next articleআরমবাগের বিরুদ্ধে পুলিশের পূর্ণ পয়েন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here