নারী ফুটবল লিগে নজর কাড়া আলপি আক্তার, ইয়ারজান বেগম ও মুনকি আক্তারদের নিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। কোচ পিটার জেমস বাটলারের অধীনে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই টুর্নামেন্টে নামবে লাল-সবুজের মেয়েরা।
নেপালের পোখারায় আগামী শনিবার শুরু হচ্ছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে ২ ফেব্রুয়ারি ভারতের এবং ৪ ফেব্রুয়ারি স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাটলারের দল। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে শিরোপার জন্য।
এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন বাটলার। দলে রয়েছেন জাতীয় দলের হয়ে সর্বশেষ উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপজয়ী ইয়ারজান বেগম ও মুনকি আক্তার। বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য পাওয়া থুইনুই মারমা ও মামনি চাকমাও আছেন এই স্কোয়াডে।
এর আগে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০—এই তিন ফরম্যাটে সাফ নারী বয়সভিত্তিক প্রতিযোগিতা মোট ছয়বার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একবার শিরোপা জিতেছে ভারত, ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ আসরে।
২০২৪ সালে কমলাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ আসরের ফাইনাল নিয়ে তৈরি হয় বিতর্ক। বাংলাদেশ ও ভারতের ম্যাচ ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ১১-১১ সমতা থাকলেও টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের আপত্তির পর শেষ পর্যন্ত সাফ দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে।
সবশেষ ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অপরাজিত থেকে শিরোপা জেতে বাংলাদেশ।
বাংলাদেশ দল:
ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পুজা দাস, প্রতিমা মুন্দা, সুরভি আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্দি, বন্যা খাতুন, রুপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মিরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পুর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সুরভি আকন্দ প্রীতি।




