ব্রাদার্স ইউনিয়ন-শেখ জামাল ম্যাচে মাঠ ও মাঠের বাইরে শেখ জামাল ও ব্রাদার্সের কয়েকজন ফুটবলার মারামারিতে জড়িয়েছিলেন। এর মধ্যে মাত্র ৩ জন খেলয়াড় কে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল ফেডারেশন। শেখ জামালের দুজন ও ব্রাদার্সের এক জন।তারা হলেন শেখ জামালের মিডফিল্ডার ফয়সাল আহমেদ, ডিফেন্ডার শাকিল আহমেদ ও ব্রাদার্সের ছামির উল্লাহ।

এ ছাড়া ব্রাদার্সের দুজন বলবয় ও জামালের সকল বলবয় দেরকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বাফুফে কর্তৃক আয়োজিত কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা।

ডিসিপ্লিনারী কমিটি শেখ জামাল ব্রাদার্স ম্যাচের মারামারি নিয়ে এখনো সভায় বসেনি। সভা ছাড়াই শুধু দুই খেলোয়াড়কে সাময়িক শাস্তির আওতায় আনার ব্যাপারে বাফুফে সচিবালয়ের ব্যাখ্যা, ডিসিপ্লিনারি কমিটি সভা না করেও বিশেষ ক্ষেত্রে (রেফারি ভুলবশত লাল কার্ড প্রদর্শন না করলে) খেলোয়াড়দের ম্যাচ থেকে বিরত রাখতে পারেন।

শেখ জামাল – ব্রাদার্স ম্যাচের ও ম্যাচের পরের বিষয়গুলো পর্যালোচনা করতে শীঘ্রই ডিসিপ্লিনারী কমিটি সভা হওয়ার কথা।

Previous articleজাতীয় দলে নতুন প্রবাসী: পরখ করতেই ডেকেছেন জেমি
Next articleদুই প্রবাসী নিয়ে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here