ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ফুটবলাররা। ফিফা উইন্ডো, বয়সভিত্তিক টুর্ণামেন্টে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে খেলোয়াড়রা।

আজ ৬ ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অ-২৩ দল শুরু করবে তাদের নতুন এক মিশন। অ-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে মালেশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।

এবারের এএফসি অ-২৩ এশিয়ান কাপে অংশ নিয়েছে সর্বমোট ৪৩ টি দল। বাছাইপর্বের ৪৩ টি দল নিয়ে গঠিত হয়েছে ১১ টি গ্রুপ। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এইচ’-এ। বাংলাদেশ ছাড়াও গ্রুপ ‘এইচ’-এর অন্য দলগুলো হলো মালেশিয়া, ফিলিপাইন এবং স্বাগতিক থাইল্যান্ড।

বাছাইপর্বে থেকে ১১ গ্রুপের ১১ টি গ্রুপ চ্যাম্পিয়ন দল এবং সেরা ৪ রানার্সআপ দল মূল পর্বে কোয়ালিফাই করবে। পরবতীর্তে সেই ১৫ দল এবং এএফসি অ-২৩ এশিয়ান কাপের আয়োজক দেশ কাতারসহ সর্বমোট ১৬ দল নিয়ে আগামী বছরের এপ্রিলে আয়োজিত হবে এশিয়ান কাপের মূল আসর।

Previous articleভুল শুধরে নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় বাংলাদেশ দল।
Next articleডিফেন্সের ভুলে মালেশিয়ার বিপক্ষে বাংলাদেশের হার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here