ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ফুটবলাররা। ফিফা উইন্ডো, বয়সভিত্তিক টুর্ণামেন্টে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে খেলোয়াড়রা।
আজ ৬ ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অ-২৩ দল শুরু করবে তাদের নতুন এক মিশন। অ-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে মালেশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
এবারের এএফসি অ-২৩ এশিয়ান কাপে অংশ নিয়েছে সর্বমোট ৪৩ টি দল। বাছাইপর্বের ৪৩ টি দল নিয়ে গঠিত হয়েছে ১১ টি গ্রুপ। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এইচ’-এ। বাংলাদেশ ছাড়াও গ্রুপ ‘এইচ’-এর অন্য দলগুলো হলো মালেশিয়া, ফিলিপাইন এবং স্বাগতিক থাইল্যান্ড।
বাছাইপর্বে থেকে ১১ গ্রুপের ১১ টি গ্রুপ চ্যাম্পিয়ন দল এবং সেরা ৪ রানার্সআপ দল মূল পর্বে কোয়ালিফাই করবে। পরবতীর্তে সেই ১৫ দল এবং এএফসি অ-২৩ এশিয়ান কাপের আয়োজক দেশ কাতারসহ সর্বমোট ১৬ দল নিয়ে আগামী বছরের এপ্রিলে আয়োজিত হবে এশিয়ান কাপের মূল আসর।