‘এএফসি অ-২৩ এশিয়ান কাপ’ মিশন মোটেও সুখকর হলো না বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বের বিগত দুই ম্যাচে একটিতেও জয় না পাওয়া বাংলাদেশ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। শেষ ম্যাচটিতেও ১-০ গোলে ফিলিপাইনের কাছে পরাজিত হয় বাংলাদেশ।
ফিলিপাইনের আগে মালেশিয়া এবং থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচ দুইটিতেই পরাজিত হয়েছিলো। তাই এই ম্যাচে বাংলাদেশের তেমন পাওয়ার কিছু ছিলো। বাংলাদেশ তেমন ভালো আশাটাও দেখাতে পারে নি। অবশেষে ১-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
বাংলাদেশ যে গোলটি হজম করে সেটি ছিলো পেনাল্টি থেকে। বক্সের ভেতরে ফাউল করে ফিলিপাইনকে পেনাল্টি উপহার দেয় বাংলাদেশ। তবে এই ফাউলকে অহেতুক বলছেন বাংলাদেশ দলের কোচ। তিনি বলেন, “ফরোয়ার্ড গোলমুখে বল নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে পেছন থেকে ফাউল করার কোনো মানেই হয় না। সেটাই আমরা করেছি।”
বড় টুর্ণামেন্টে কিংবা বড় ম্যাচে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলে ভালো ফল পাওয়া যায়। তা স্বীকারও করেছে কোচ। তিনি বলেন, “এই টুর্নামেন্ট থেকে আমাদের শিক্ষণীয় কোন মুহূর্তে কি করণীয়-আন্তর্জাতিক অঙ্গনে চাপ সামলানো, আবেগকে নিয়ন্ত্রণ করা।”